
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। আসমত (৫০) ২। জাহিদ হাসান মুন্না (২০) ৩। জিসান শান্ত (২৩) ৪। শাহিনুর ইয়ানূর শানু (৪৫) ৫। রুনা শিল্পী (৩৮) ৬। হাসান বড় হাসান (৩৫) ৭। জুয়েল বুলেট (৩০) ৮। বাদন ফরাজী (২০) ৯। সুজন (২৭) ১০। জায়েদ বিন ইকবাল (৪৫) ১১। আখতারুজ্জামান (৪৩) ১২। জুয়েল (২৩) ১৩। ফেরদৌস বারেক (২৫) ১৪। আবু সাঈদ (২৯) ও ১৫। মির্জা আদনান (৩৭)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।