নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে তিন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। গত ১৪ এবং ১৫ অক্টোবর (সোম ও মঙ্গলবার) পৃথক অভিযানে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার উদয়শ্রী ও উত্তরচকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-
(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা মোঃ ফারুক হোসেন, গ্রাম উদয়শ্রী, পোস্ট খেলনা,
(খ) শ্রী শান্ত বর্মন, পিতা শ্রী বিনয় চন্দ্র বর্মন, একই গ্রাম ও পোস্টের বাসিন্দা,
(গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা মৃত গোলাম মোস্তফা, গ্রাম উত্তরচকরহমত, পোস্ট জগদল-সকলেই ধামইরহাট থানার অন্তর্গত নওগাঁ জেলার বাসিন্দা।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও একজন চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর।