সারা দেশব্যাপী টাইফয়েড টিকা ক্যাম্পেইনের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ) সকালে ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিস কুমার সরকার, ডাঃ মোঃ বেদারুল ইসলাম, ধামইরহাট থানা অফিসার্স ইনচার্জ ইমাম জাফর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সরকার, ধামইরহাট পৌর সেনেটারী ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সাবিহা ইয়াসমিন, ধামইরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রী।
দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। এক মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দিবেন। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা দিতে পারেন।