মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক অনুদান প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
২১ জুলাই বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে মহম্মদপুরের সকল স্কুল ও কলেজ পর্যায়ে বাছাই কৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক ডিএনসি স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোছাঃ শাহিনুর আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মহাম্মদপুর, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, (অতি,দা) মহাম্মদপুর, মাগুরা। কিশোর কুমার দাস, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস, মাগুরা। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কৃতি শিক্ষার্থীদের মাঝে সরকারের দেওয়া নগদ অর্থ ও সম্মাননা এতে শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসহ যোগাবে আগামীতে প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি করবে
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান কমিটির সভাপতি মন্ডলী উপস্থিত ছিলেন
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।