
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।