
রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহাদাত হোসাইন (৪৮) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় আসামির ভাড়া বাসা হতে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাত হোসাইনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ শাহাদাত হোসাইন অর্থঋণ আদালত আইনের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।