“৩১ দফার অঙ্গীকার, থাকবেনা আর স্বৈরাচার” এই শ্লোগানে শরীয়তপুরে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকালে শরীয়তপুর পৌরসভার হলরুমের সামনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক আব্দুল কুদ্দুস মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আলী ইসলাম মৃধা।
এসময় সম্মানিত অতিথি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জাজিরা উপজেলার সভাপতি আলমগীর হোসেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার, সদস্য সচিব সোহেল তালুকদার প্রমূখ। এসময় শরীয়তপুর জেলা ও বিভিন্ন উপজেলা, পৌরসভার জিয়া মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।