বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫)
বিকাল সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে গোসাইরহাট উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি টি আই এম মহিতুল গণি মিন্টু সরদার। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আলাউদ্দিন সরদার।
বিশেষ অতিথি ছিলেন, গোসাইরহাট উপজেলা সদস্যবৃন্দ আক্তার হোসেন নান্টু খান, মো. দেলোয়ার হোসেন শিকারী, দেওয়ান গোলাম মোস্তফা, আল-মাহবুব আলম মোল্লা, মাহতাব উদ্দিন মাস্টার, জাকির হোসেন মুন্সি, আবুল বাসার বাবুর্চী, মো. হারুন গাজী, মো. জিল্লুর রহমান দপ্তরী, গোসাইরহাট পৌরসভা সদস্যবৃন্দ হাবিবুর রহমান ঘরামী, আনছার উদ্দিন খান, সাখাওয়াত হোসেন সুজন, মো. শিমুল সরদার, আ. সালাম হাওলাদার, জিয়াউর রহমান জমাদার, আলমগীর হোসেন বেপারী, মজিবুর রহমান কাজল মাদবর, জাহাঙ্গীর আলম খান, মো. বাবুল সরদার।
গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান উজ্জ্বল, গোসাইরহাট উপজেলা যুবদলের বর্তমান সভাপতি শাখাওয়াত হোসেন চৌকিদার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরদার, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মন্টু দপ্তরী, গোসাইরহাট পৌরসভা কৃষক দলের আহবায়ক ইউনুছ বেপারী, গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।আর আপোষহীন নেতৃত্বে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
এছাড়াও তারা বলেন, ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমেই গোসাইরহাট উপজেলাকে এগিয়ে নেওয়া সম্ভব।