নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র ছাত্র সংগঠন “বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ”। শুক্রবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব তৌসিফ মুস্তফা ত্বকী।
সংগঠনের দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত মো. নাজিম উদ্দীন নাজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতারা ও অভ্যুত্থানের পক্ষেশক্তির ওপর এ ধরনের নৃশংস হামলা অনাকাঙ্ক্ষিত।গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব তৌসিফ মুস্তফা ত্বকী এ ধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।