“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ জুলাই) উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার যৌথভাবে পোনা মাছ অবমুক্ত করে সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার। সভাপতির পাশাপাশি তিনি বক্তব্যে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, অভয়াশ্রম গড়ে তোলা এবং অবৈধ জাল ব্যবহার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন—
“দেশীয় মাছ আমাদের ঐতিহ্য। একে রক্ষা করা মানে শুধু মাছ রক্ষা নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাও। এজন্য প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার,