ঢাকা, ০৯ আগস্ট ২০২৫ খ্রি.রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতের নাম: জাহিদ বিশ্বাস (২৫)
শনিবার (৯ আগস্ট ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬:৪৫ ঘটিকায় রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়,জাহিদ বিশ্বাস তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, সোস্যাল সিকিউরিটি নাম্বার, ভুয়া পাসপোর্টের পিএসডি ফাইল এবং গুগল ও আইটিউনসের ভুয়া গিফটকার্ড বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। এই প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।