ঢাকা, ১৪ জুলাই ২০২৫ খ্রি.অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। পলাশ (২৮) ২। হৃদয় আলী রাজ (২৫) । নাদিম (৩০) ৪। শাহাদাত (২৩) ৫। তছির (২৫) ৬। সুজন ওরফে বুদু (১৯) ৭। রাকিব মোল্লা (২৫) ৮। তারিখ ইসলাম (২৮) ৯। ইমন (২২) ১০। আল আমিন (৪৬) ১১। ইলিয়াস (২৯) ১২। আরাফাত (২০) ১৩। সাজ্জাদ (৩৪) ১৪। মিলন (২৮) ১৫। আব্দুল আলিম (২৮) ১৬। শুভ (১৯) ১৭। শাহিন (২০) ১৮। আছিক ওরফে রিপন (২০) ১৯। ইমতিয়াজ মোল্লা ইমু (২৮) ২০। রাকিব (২০) ২১। ফরিদ (৩০) ২২। নাজিম (৩১) ২৩। রায়হাম (২২) ২৪। শাহিন (১৮) ২৫। রাশেদ (১৮) ২৬। রাকিব (২১) ২৭। মোজাহিদ (২১) ২৮। কাশেম (১৯) ২৯। রায়হান (৩০) ৩০। ইমন (১৮) ৩১। রবি আওয়াল (১৮) ৩২। খায়রুল (২৯) ৩৩। ইসারাফিল (২০) ৩৪। সজিব (৩০) ও ৩৫। রাকিব (১৮)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানার অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।