এস. এম. ফারহান
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
সম্প্রতি মহম্মদপুর বাজারের নানা সমস্যার বাস্তবচিত্র তুলে ধরে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয় একুশে নিউজ-পত্রিকায় ।
যেগুলো ছিল –
১ “যানজটে নাকাল মহম্মদপুরের ট্রাফিক মোড়”,
২“মধুমতি সেতু: দিনে সৌন্দর্য, রাতে আতঙ্ক!”,
৩ “কেন্দ্রীয় জামে মসজিদের কর্দমাক্ত রাস্তা”,
৪“আলোর অভাবে অন্ধকারে মহম্মদপুর বাজার”,
৫”খাল বাঁচান, মহম্মদপুর বাঁচবে!”
দখলে শত বছরের খাল, কৃষকের কান্না শুনছে কে?
৬“ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা”সহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর শিরোনামে প্রকাশিত ধারাবাহিক সংবাদ প্রশাসনের নজরে আসে।
এরই প্রেক্ষিতে আজ বুধবার (০২ জুলাই ২০২৫) সরেজমিনে বাজার পরিদর্শনে আসেন মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার। তিনি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সমস্যাসমূহ নিয়ে উপস্থিত ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
ইউএনও বলেন, “আপনাদের সমস্যাগুলো আমি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ধাপে ধাপে এগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে। তবে আপনাদের সবার সার্বিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। চলুন আমরা একসাথে কাজ করি মহম্মদপুর বাজারকে একটি আদর্শ ও উন্নত বাজারে পরিণত করতে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদপুর উপজেলা বিএনপি ও ক্রিয়া সংগঠক মিজানুর রহমান কাবুল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা এ্যামিলিয়া জামান সেতু, মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, সাধারণ ব্যবসায়ীবৃন্দ, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের সম্মিলিত মতামত ও উপজেলা প্রশাসনের সদিচ্ছায় বাজার উন্নয়ন নিয়ে আশার আলো দেখছেন মহম্মদপুরবাসী।