চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সরোয়ার মৃধা (২০) ও মোঃ আবীর (১৯)।
গত বুধবার (২০ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৯:১৫ ঘটিকায় মাতুয়াইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত বুধবার (২০ নভেম্বর ২০২৪ খ্রি.) ঢাকা মহানগরে অভিযান পরিচালনাকালে ডিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি মাতুয়াইল গোল্ডেন ব্রিজ এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৯:১৫ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে সরোয়ার ও আবীর নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি পুরাতন কালো রঙের TVS RTR 150 সিসি মোটরসাইকেল এবং একটি পুরাতন সাদা পেস্ট রঙয়ের রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে জড়িত। তারা অন্যান্য পলাতক সহযোগীদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল নিয়ে এসে ক্রয়-বিক্রয় করে থাকে।
পলাতক সহযোগীদেরসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।