রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৫টি চোরাই রিকশাসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- আব্দুস সালাম।
মঙ্গলবার দিবাগত রাতে তুরাগ থানার ১৫ নং সেক্টরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫টি ব্যাটারি চালিত অটো রিকশা উদ্ধার করা হয়।
উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দীন বিপিএম, পিপিএম জানান, গ্রেফতারকৃত আব্দুস সালাম রিকশা চোর চক্রের সদস্য। তিনি তুরাগ এলাকায় চোরাই অটো রিকশা কেনাবেচা করে আসছিলেন। ৫টি চোরাই অটো রিকশাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।