বিশেষ-প্রতিনিধি:
নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার (২১ আগস্ট) পৌনে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়,জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির আভিযানিক দল নলডাঙ্গা থানার কালিগঞ্জ এলাকা থেকে মাদক কারবারি আব্দুস সাত্তারকে (২৮) গ্রেপ্তার করে। সাত্তার জেলার নলডাঙ্গা থানার কালিগঞ্জ এলাকার মহিরের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।