ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কালভার্টের নিচে থাকা একটি ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে একটি বালতির পানির মধ্যে রাখা হয়েছে। বিষয়টি অবহিত করার পর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাগুলো নিষ্ক্রিয় করবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত বোমাগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।