ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রাম থেকে আছিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার(৬ জানুয়ারি) বিকেলে ওই গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সে ওই গ্রামের আকাশ মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ , আজ দুপুরে আছিয়ার মা ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় টিনের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।