নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ০৬টি ভারতীয় মহিষসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
রবিবার (০৪ জানুয়ারি) বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ০৬টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ০৪টি মোবাইল ফোনসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ জহুরুল ইসলাম (৪০), মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫)। তারা সবাই ধামইরহাট উপজেলার বাসিন্দা।
আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গবাদিপশুসহ জব্দকৃত মালামাল মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ধামইরহাট সীমান্ত এলাকায় ভারতীয় মহিষ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি মহিষসহ চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মহিষ পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।