
গতকাল ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৪২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১১০ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯ টি বাস, ৩ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ৫ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৬ টি বাস, ৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১৭১ টি মোটরসাইকেলসহ মোট ৩৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২ টি বাস, ৯ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ২৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৮৮ টি গাড়ি ডাম্পিং ও ১৪২ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।