মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ০৮:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, (অতিরিক্ত আইজি); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) ওসমান গনি পিপিএম (ডিআইজি) সহ ডিএমপির ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।