
রাজধানীর খিলগাঁও এলাকা হতে ৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম হলো- ১। মোঃ রাসেল হোসেন (৩৪) ২। মোঃ সাকিব হাসান (২২) ৩। ৩। মোঃ আতিকুল হাসান (২৬) ও ৪। শ্রী খোকন চন্দ্র শীল (২০)।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পার্শ্বে খিলগাঁও বিশ্বরোড পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পার্শ্বে সবুজ হাওলাদার এর চায়ের দোকানের সামনে খিলগাঁও বিশ্বরোড পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।