
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। শাহ আলম (৪৭), ২। মোঃ সোহেল রানা (৩০), ৩। মোঃ রাকিবুল হাসান (৩০), ৪। মোঃ ফারদীন ইসলাম (১৯), ৫। রাকিবুর হাসান (১৯) ৬। স্বাধীন প্রামানিক (৪১), ৭। মোঃ সুজন মিয়া (২৫), ৮। মোঃ সিয়াম আহমেদ, ৯। মোঃ লিটন মিয়া (২৭) ও ১০। মোঃ সোহেল রানা (১৯)। এসময় গ্রেফতারকৃত শাহ আলমের হেফাজত হতে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়। গ্রেফতারকৃত শাহ আলমকে উত্তরা পূর্ব থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।