
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা, মেধা বৃত্তি ও ইবতেদায়ী শাখার শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) মাদ্রাসার অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাসানুজ্জামান সুমনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাদ্রাসার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেন, “সকলের সার্বিক সহযোগিতা পেলে এই মাদ্রাসাকে এই উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও ঘোষণা করেন—”শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞানকে সমৃদ্ধির লক্ষ্যে আলাদাভাবে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে।
মাদ্রাসার প্রশাসনিক মানোন্নয়নের অংশ হিসেবে দাখিল পরীক্ষার কেন্দ্র এস.এ.আর দাখিল মাদ্রাসায় করানোর চেষ্টা করা হবে। উচ্চ শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে আলিম শাখা (উচ্চ মাধ্যমিক সমমান) চালু করার উদ্যোগ নেওয়া হবে।পরিচয় সভা অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন এর লক্ষ্যে যা যা প্রয়োজন তার সবটাই তিনি করবেন।”
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার মোঃ ওয়াহিদুজ্জামান। সহকারী শিক্ষক মোহাম্মদ নুর ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন—
জেলা শিক্ষা সহকারী পরিদর্শক কিশোর দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক বাচ্চু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান কাবুল, প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম, আদর্শ বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহামুদুন নবী এবং সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) মুহা. ফসিহ্য়ূর রহমান, বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আক্তারুজ্জামান বিল্লাহ, শরিফুজ্জামান শরীফ (সদস্য সচিব যুবদল মহম্মদপুর শাখা), কবি গোলাম মহম্মদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা গোলাম আহমেদ, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা উত্তরসূরী মনিরুজ্জামান খবির ও ঈদগাহ গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি ও মেধাবৃত্তির চেক/সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।