
ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৫৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০ টি বাস, ৬টি ট্রাক, ৩৩ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ২৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ৩৩ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ১০ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১৬৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০ টি বাস, ৭ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৭ টি ট্রাক, ১৮ টি সিএনজি ও ৯৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২৬ টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (২ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।