ঢাকা, ০২ ডিসেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ৫টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ৫৭ টি সিএনজি ও ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩ টি বাস, ২৮ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ২০২ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৪ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১০৮ টি মোটরসাইকেলসহ মোট ২১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ২৪৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩ টি বাস, ৬ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪ টি বাস, ৬ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ২৬৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১৪ টি মোটরসাইকেলসহ মোট ৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫ টি গাড়ি ডাম্পিং ও ১৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (১ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।