
নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভুঁইয়া, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ইউনাইটেড প্রেসক্লাব এর সভাপতি সাব্বির আহম্মেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলার সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানায় পুলিশ সুপার।