
ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ২১ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১১৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ৮ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩২ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (৩০ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।