দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালি শেষে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাংগ কুমার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন ও অতিরিক্ত পুলিশ জয়ব্রত পাল উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও গরু ছাড়াও প্রাণিসম্পদ-সংক্রান্ত খাদ্য, ভ্যাকসিন, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলায় খামারি ও সাধারণ দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।