
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৯৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৭৩ টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১ টি বাস, ১২ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১ টি বাস, ৫ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৩ টি বাস, ৬ টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৪ টি বাস, ৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ৯৩ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ১০৩ টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৭ টি গাড়ি ডাম্পিং ও ১৩৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (১৯ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।