
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০৮৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৭২ টি সিএনজি ও ৩০৪ টি মোটরসাইকেলসহ সহ মোট ৪৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮ টি বাস, ৫ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ২ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ১৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৫ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ১৮২ টি মোটরসাইকেলসহ মোট ২৬২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৯ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩ টি বাস, ৯ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ৩১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯ টি বাস, ৮ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১৬২ টি মোটরসাইকেলসহ মোট ২১৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬১ টি গাড়ি ডাম্পিং ও ১৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত রবিবার (১৬ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।