খুলনা রেঞ্জে ডিআইজি হিসাবে যোগদান করেছেন (১৮তম বিসিএস) ক্যাডার বাংলাদেশ পুলিশের তরুন পুলিশ কর্মকর্তা মোঃ রেজাউল হক, (পিপিএম ),আজ মঙ্গলবার খুলনা রেঞ্জে ডিআইজি কার্যলায় এক সাক্ষাৎকারে তিনি বলেন,আমি খুলনা রেঞ্জে ডিআইজি হিসাবে গত ৭-৯-২০২৪ তারিখে যোগদান করেছি।
যোগদান করার পর থেকে,আমি খুলনা রেঞ্জের সকল জেলা,থানা পুলিশের সাথে সব সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার থেকে শুরু করে আমার পুলিশ সদস্যদের কে আরও দ্বায়িত্ব সাথে কাজ করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছি।
খুলনা রেঞ্জে সকল জেলা, থানা গুলিতে সাধারণ মানুষ যাতে আরও সেবা পায় সেদিকে সকলকে দ্বায়িত্ব সাথে কাজ করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন। খুলনা রেঞ্জে ডিআইজি আরও বলেন,আমার রেঞ্জে কোন জেলায় কোন প্রকার মাদক সেবনকারী, মাদক, ব্যাবসায়ী,অস্ত্র ব্যবসায়ী,ওয়ান লাইন জুয়াসহ সন্ত্রাসীদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।
এই অভিযান আরও গতিবাড়াতে আমরা চেষ্টা করব। খুলনা রেঞ্জে এলাকায় কোন প্রকার নাশকতা করার চেষ্টা করলে আইন তাকে ছাড় দিবে না সে জেই-হউক না কেন।
রেঞ্জে ডিআইজি জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা একই সাথে সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন এই মানবীক পুলিশ কর্মকর্তা।
খুলনা রেঞ্জ পুলিশের প্রতি আস্থা ফিরেছে সাধারণ মানুষের। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় রাজশাহী ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে “সীমান্ত সভা” অনুষ্ঠিত করেছেন। গত সোমবার (২০ অক্টোবর) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।
সভায় দুই রেঞ্জের সীমান্তবর্তী থানাসমূহের মধ্যে পারস্পরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ ও সীমান্ত অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।বক্তারা আশা প্রকাশ করেন, এই যৌথ কার্যক্রম সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
খুলনা রেঞ্জ ডিআইজ মোঃ রেজাউল হক, (পিপিএম ) আরো বলেন,একজন পুলিশ শুধু পেশাগত দায়িত্বই শেষ নয়,প্রতিটা মানুষের মানবিক চিন্তা থাকলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য কাজ করা যায়।
পেশাগত কাজের বাইরেও মানুষের জন্য যে অনেক কিছু করা যায়।তিনি যেখানেই দায়িত্ব পান, সেখানেই প্রমাণ করন,একজন সত্যিকারের পুলিশ অফিসার শুধু পদমর্যাদায় নয়, কর্মের মধ্য দিয়েই মানুষের জন কাজ করা সেটা তিনি প্রমান করেছেন বার বার, পুলিশ জনতা জনতাই পুলিশ, পুলিশ সব সমাজের বঞ্চিত দরিদ্রদের জন্য তিনি অনেক কাজ করেছেন এর আগে। তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে, মানবতার স্বার্থে পুলিশের কার্যকর ভূমিকায় অবিরাম ব্যতিক্রমী অবদান রেখে আমরা সবাই কাজ করব এক সাথে।