ঢাকা, ২১ অক্টোবর ২০২৫
রাজধানীর কাপ্তানবাজার এলাকা হতে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জিয়াউল হক (৩৮) ২। মোঃ আব্দুল্লাহ (৩০) ৩। মোঃ ফয়সাল (২৪) ও ৪। মোঃ শাহজাহান (২৫)।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১১:৪৫ ঘটিকায় ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর ডিবি পুলিশের একটি টিম ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেয়া হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশীকালে তাদের নিকট হতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নোয়াহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।