ঢাকা, ২০ অক্টোবর ২০২৫
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাজিব খান ঈশান (২৮) ২। সুজন (২০) ৩। মামুন (২৪) ৪। মহিউদ্দিন (২৪) ৫। জনি মিয়া (২২) ৬। সালমান খান (২৬) ৭। রানা (২০) ৮। তানভীর হক খান (৩২) ৯। আসাদ (৫০) ১০। শাকিল কুন্ড (২৪) ১১। হৃদয় (২৫) ১২। রিয়াজ (২৭) ১৩। ইমন তালুকদার (২২) ১৪। নাজমুল সাকিব (২৩) ১৫। আরিফুল রাহুল (৩০) ১৬। শান্ত (২৫) ১৭। জনি (৩৬) ১৮। স্বপন (২৫) ১৯। পাপ্পু (৫০) ও ২০। হীরা (৪০)।
এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি চাপাতি, ১ টি সামুরাই এবং ৫ টি স্মার্ট মোবাইল ফোনসহ ১ বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।