ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫
রাজধানীর তুরাগ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এন এস সরকারি কলেজ, নাটোর এর সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ জাহিদ সরকার (৫৫) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১২:০০ ঘটিকায় সিটিটিসি বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগের এন এস সরকারি কলেজ, নাটোর এর সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দস্তগীর ইসলাম সজীব নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে তিনি নাটোর থেকে ঢাকায় এসে আত্মগোপন করেন এবং ঢাকা মহানগরীতে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে জনমনে আতঙ্ক সৃষ্টিতে লিপ্ত ছিলেন।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, সরকারের পতনের পর গ্রেফতারকৃত সজীব রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছিলো। সে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতো। বিশেষ করে মিছিলে অংশগ্রহণ করার পূর্বে ককটেল বানানোর বিভিন্ন উপকরণ সংগ্রহ করে নিজে ককটেল বানাতো এবং ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান ছিলো। সর্বশেষ (১৬ অক্টোবর ২০২৫) গুলশান থানাধীন হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে একটি ঝটিকা মিছিলে অংশ নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত বিক্ষোভ মিছিল ফেসবুক লাইভে শেয়ার করে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সিটিআই টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ জাহিদ সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ জাহিদ সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।