ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত তিনদিনে ৪৫৮১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ অক্টোবর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৭২০টি মামলা, ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৬২টি গাড়ি রেকার করা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০৮টি মামলা, ৩৪০টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।
এবং শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫৩টি মামলা, ২০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।