ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫: গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি আরও ৮ জনকে গ্রেফতার করেছে। ডিবির দাবিতে, তারা ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত কার্যক্রমে যুক্ত ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃতদের পরিচয় (সংক্ষিপ্ত):
মোঃ জাহাঙ্গীর কবির (৫৪) — ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিল সংগঠক; সাবেক ছাত্রলীগ নেতা (তেজগাঁও কলেজ)।
আবু সাঈদ স্বপন (৪৭) — সিরাজগঞ্জের উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; সাবেক ভাইস চেয়ারম্যান।
মোঃ মকবুল হোসেন (৫৮) — কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মোঃ আতিকুর রহমান বাবু (৬৪) — ঢাকা ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মোঃ মনির হোসেন (৪৮) — ঢাকা উত্তর আওয়ামী লীগের ১৮ নং ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
মোঃ রাহাদ চৌধুরী (২৫) — নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০) — বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক; সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
মোঃ রাজীব (৩৬) — তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি।
অভিযানের সময়–স্থান (সংক্ষিপ্ত):
মঙ্গলবার (১৪ অক্টোবর): বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, গ্রীন রোড, মোহাম্মদপুর, পল্লবী, নদ্দা, শাহ আলী ও বেইলি রোড এলাকায় ডিবির একাধিক ইউনিট অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।