শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় “গ্রাম আদালত বিষয়ক বর্ণাঢ্য র্যালি, পথ সভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিনোদপুর ইউনিয়নে গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় উৎসবমুখর সাধারণ মানুষ ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবু মুছা আল আশারা, হিসাব সহকারী মামুনুর রশীদ দুলাল সহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী, শরীয়তপুর সদর উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল হোসাইন এবং প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।এসময় সভায় বক্তব্য উপস্থাপন করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও প্রকল্প প্রতিনিধিবৃন্দ।
জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে এবং মামলার দায়ের ও নিষ্পত্তি ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন চেয়ারম্যান উদ্যোগ নেন যে, সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধি করতে হবে এবং ইউনিয়ন থেকে যারা অতি দূরত্বে বসবাস করে সেসব সাধারন মানুষকে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের ছোট ছোট বিরোধ গুলো গ্রাম আদালতে নিয়ে এসে নিষ্পত্তি করা এবং নিজেদের দায়িত্ব কর্তব্য আলোচনা এই প্রচারণার প্রধান লক্ষ্য।