ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ১। মোছাঃ পুতুল (৪৩) ।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:২০ ঘটিকায় পল্টন মডেল থানাধীন গুলিস্তান জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে পল্টন থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্টন মডেল থানাধীন গুলিস্তান জাতীয় স্টেডিয়াম এলাকায় একজন মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি পুতুলকে গ্রেফতার কর। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, নগদ ছয় হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।