"সব দলের শাসন দেখেছি, কোরআনের আইন মেনে দেশ চালাতে চাই"— মাগুরা মহম্মদপুরে জামায়াত ইসলামের এক যুব সমাবেশে এমনটাই বললেন মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং মাগুরা জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক এম. বি. বাকের।
শুক্রবার বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে প্রেস ক্লাবের সামনে মহম্মদপুর উপজেলা জামায়াত ইসলামের এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা হোসাইন আহমেদ কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এম. বি. বাকের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার আমির মাওলানা নূর আহমেদ আলী, নির্বাচন পরিচালক মাস্টার নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বাকের বলেন, "বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে মহম্মদপুরকে পৌরসভায় উন্নীত করা হবে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং মহম্মদপুর উপজেলাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, সবকিছুই করবে বাংলাদেশ জামায়াত ইসলাম। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।"
তিনি আরও বলেন, "জামায়াত ইসলাম কোনো চাঁদাবাজ সংগঠন নয়, সমাজ থেকে চাঁদাবাজি নির্মূল করা হবে। শিক্ষিত যুবকদের কোনো আর্থিক সুবিধা ছাড়া সরকারি চাকরি ও বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"
অধ্যাপক বাকের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে বলেন, "আমরা এরশাদের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি। এবার আমরা কোনো দলের আইন মেনে নয়, বরং আল-কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চাই।"
বক্তব্য প্রদানকালে উপস্থিত জনতা বাংলাদেশ জামায়াত ইসলামকে ক্ষমতায় আনতে তার সাথে একাত্মতা ঘোষণা করেন। ডাকসু নির্বাচনে তাদের জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "আশা করি জাতীয় সংসদ নির্বাচনেও আমরা একইভাবে জয়ী হয়ে সরকার গঠন করব, ইনশাআল্লাহ।"