দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর, তদন্তে নেমেছে শিক্ষা অফিস
মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ: হান্নানের বিরুদ্ধে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (তারিখ ১৫/১১/২৫) সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হয়ে যিনি নাবালিকা শিশুর উপর এমন জঘন্য নির্যাতন করতে পারেন, তার কোন ক্ষমা নেই। তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ স্থানীয় জনগণ অংশ নেন। তারা আরও বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অভিযোগ জানার সঙ্গে সঙ্গেই তিনি সকল শিক্ষককে ডেকে আলোচনা করেন এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত আ: হান্নানকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেন। পাশাপাশি তিনি উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেন। শিক্ষা অফিস কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
মানববন্ধনের আয়োজকরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত শিক্ষক আ: হান্নানকে দ্রুত গ্রেফতার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।