৬ই সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার, ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বন্দর দ্বীনে মোহাম্মদী (সা:) প্রচার কেন্দ্র সোনামনি কিন্ডারগার্টেন, স্বল্পেরচক, বন্দর, নারায়ণগঞ্জে এক জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বাবা গোলাম মর্তুজা। তিনি বলেন,হুজুর করিম (সা:) আল্লাহর অমরত্ব এবং যাবতীয় বস্তুর সংরক্ষণকারীত্ব।এই উক্তি দ্বয়ের মূলেতে হয় সহজ বোধগম্য সৃষ্টির সেরা মানুষ উভয় ধরাতে।আল্লাহর নূরে রাসূল সৃষ্টি,রাসূলের নূরে সকল সৃষ্টির প্রকাশ।আছে যাহা ভূ-মন্ডল ও নভোমন্ডলে,আরশ করসী লওহে মাহ্ফুজে,সংরক্ষিত কুরআন ও নব্বই হাজার কালাম।
ছিলেন সাঁই নিরাকারে নিরঞ্জন,হয়েছেন প্রকাশ প্রশংসিত মোহাম্মদ নামে এ নশ্বর পৃথিবীতে।করেছিলেন সৃষ্টি প্রথম মানুষ আদম (আ:) কুন কালামের অত্যাদেশে এ নশ্বর ভূবনে।একইভাবে সৃষ্টি আদম (আ:) মোহাম্মদ (সা:) এর নূরেতে।নহে কোনো ঘোরত্ব রবিউল আউয়াল চাঁদের,নাই কোন শ্রেষ্ঠত্ব ১২ই রবিউল আউয়াল দিবসের।করতে হবে আপ্রাণ সর্বান্তকরণ চেষ্টা,প্রয়াস লভিতে আল্লাহ- রাসুলকে।চৈতন্যগুরুর পায়রবিতে হবে উদযাপিত সর্বক্ষণই জন্মদিবস বা মহান ১২ই রবিউল আউয়াল জীবনান্তে প্রতি নি:শ্বাসে।হউন সহায় বাবা ও জগত মা মোদের মঙ্গলের তরে এই মহান দিবস উপলক্ষে।আমীন।
অনুষ্ঠানে ভক্তবৃন্দ,স্হানীয় মুসল্লি,নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।