সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচালিত আলোচিত-সমালোচিত ভুয়া আইডি “খবর মহম্মদপুর”-এর বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মাগুরার মহম্মদপুর থেকে শিক্ষকসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন—উপজেলা সদরের মো. তানভির রহমান রাজু, জান্নাতুল ফেরদৌস টুকটুকি, মো. আনোয়ার হোসেন শাহীন এবং মো. শিমুল মিয়া।
গত বুধবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকার এডিসি সাইবার ক্রাইম দক্ষিণের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার খান মাহামুদুল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মহম্মদপুরে এ অভিযান চালায়।
ডিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফেক আইডি পরিচালনা, মিথ্যা তথ্য প্রচার, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং মানহানিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। তদন্তে জানা যায়—
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি খোলা হয় “খবর মহম্মদপুর” নামক ফেক আইডি।
এরপর থেকে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী এমনকি শিক্ষার্থীদের বিরুদ্ধেও বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হতো।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ছবি সম্পাদনা, ভুয়া ভিডিও তৈরি এবং ব্যক্তিগত শত্রুতার কারণে যে কাউকে অপকর্মে জড়িত দেখানো ছিল এ চক্রের কৌশল।
ভয় দেখিয়ে বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
অন্তত ৫০টির বেশি সিমকার্ড ব্যবহার করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একুশে নিউজ-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন ধানমন্ডি থানায় এবং প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল মহম্মদপুর থানাসহ সাইবার ক্রাইম ইউনিটে মামলা দায়ের করেন।
অভিযানে আটককৃতদের কাছ থেকে অর্ধশতাধিক সিমকার্ড, মোবাইলফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়। মামলার বাদীরা জানান, আটক রাজু ও শাহীন পূর্বেও ফেক আইডি ব্যবহার করে প্রতারণার মামলায় কারাভোগ করেছে।
অভিযান পরিচালনাকারী ডিবি কর্মকর্তা খান মাহামুদুল হাসান বলেন, “এ ঘটনার সাথে আরও যেসব ব্যক্তি জড়িত রয়েছে তাদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, আটক রাজু ক্যান্সার আক্রান্ত হওয়ায় তাকে আপাতত স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তবে প্রমাণের ভিত্তিতে তার বিচার প্রক্রিয়া চলমান থাকবে।
তিনজনের রিমান্ড মঞ্জুর
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তিনজনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের হাতে আটক মো. আনোয়ার হোসেন শাহীন ও শিমুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ১ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
অপরদিকে, একই মামলায় গ্রেপ্তারকৃত জান্নাতুল ফেরদৌস টুকটুকিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রিমান্ডে এনে ফেক আইডি পরিচালনার পেছনের মূল হোতা, উদ্দেশ্য এবং আর্থিক লেনদেনের তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
ডিবি কর্মকর্তারা আরও জানান, “মহম্মদপুরে শুধু খবর মহম্মদপুর নয়, যেসব ভুয়া আইডি ব্যবহার হচ্ছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”