শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রুদ্রকর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আনন্দ মিছিল নিয়ে যোগদান করেছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকালে রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজীর নেতৃত্বে উক্ত আনন্দ মিছিল নিয়ে যোগদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট সুজন ঢালী, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ খলিলুর রহমান, জয়নাল আবেদীন বেপারী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হাফিজ খান, সাত্তার মুন্সী, সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধা, বিএনপি নেতা নিরব মুন্সী, হারুন বেপারী, মজিবর মুন্সী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।