শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১ ঘটিকায় শরীয়তপুরের চৌরঙ্গীর মোড় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে কোর্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ফকিরের সভাপতিত্বে ও
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু। বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা, ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা অটো সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী রোকন সরদার,
যুবদল নেতা আমিনুল ইসলাম কায়কোবাদ, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম খান, সালাম মাঝী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় বক্তারা, বিএনপি ক্ষমতায় থাকলেই বাংলাদেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতা থাকা মানে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। তাই এদেশের মানুষ সবসময় জিয়া পরিবারকে ভালবাসে। এদেশের মানুষ একমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।