ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টারে (TSEC) শিক্ষকদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক প্রথম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডিএমপি ট্রেনিং একাডেমিতে অবস্থিত এই কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে তারা তাদের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন এবং ভবিষ্যতের দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী গড়ে তুলতে অবদান রাখেন।
প্রশিক্ষণে ইন্টারেক্টিভ লার্নিং পদ্ধতি ব্যবহার করা হয়, যার মধ্যে ছিল সড়ক নিরাপত্তা সিমুলেটর টুলস, ট্রাফিক সাইন, বাস্তব সড়কের ভিডিও এবং হাতে-কলমে কার্যক্রম। শিক্ষকরা পথচারী নিরাপত্তা, সাইকেল ও যানবাহন নিরাপত্তা, এবং ট্রাফিক সাইন ও রোড মার্কিংয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত শিখেছেন। কুইজ, রোড সাইন প্লেসমেন্ট কার্যক্রম এবং ট্রাফিক বিপদ চিহ্নিতকরণের মতো মডিউলগুলো শিক্ষকদের দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) আনিসুর রহমান। তিনি তার বক্তব্যে সড়ক নিরাপত্তা শিক্ষাকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা শিক্ষা স্থায়ী প্রভাব ফেলবে, কারণ তারা তাদের পরিবার ও বন্ধুদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেবে। তিনি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং তাদের এই শিক্ষা স্কুলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণে রাস্তা চলাচলে পথচারী নিরাপত্তা, সাইকেল ও যানবাহন নিরাপত্তা, ট্রাফিক সাইন ও রোড মার্কিং এসব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং তাদের ছাত্র-ছাত্রীদের মাঝে এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা ভবিষ্যতে TSEC-তে ছাত্রদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণ সেশন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন, যা ক্লাসরুমে শেখা বিষয়গুলোকে আরও শক্তিশালী করবে।
এই প্রশিক্ষণ ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের (ডিআরএসপি) একটি অংশ, যা ডিএমপি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগ। এই প্রকল্পের লক্ষ্য ঢাকায় ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং ডিএমপির সক্ষমতা বৃদ্ধি। TSEC প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার তরুণদের মাঝে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ডিএমপি’র লক্ষ্য ঢাকার সকল স্কুলে সড়ক নিরাপত্তা শিক্ষা প্রবর্তন করা, যাতে ভবিষ্যতে নিরাপদ ও দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী গড়ে উঠে।