শরীয়তপুরের জাজিরায় তোতা মিয়া নামে এক প্রবাসীর মার্কেট স্থানীয় দেলোয়ার হোসেন বেপারী নামের এক প্রভাবশালী ব্যক্তি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী তোতা মিয়া শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ও অভিযোগকারী তোতা মিয়া বলেন, অভিযুক্ত দেলোয়ার হোসেন বেপারী খুবই উশৃঙ্খল, দাঙ্গাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোক। তিনি সমাজের গন্যমান্য ব্যক্তি সহ দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানেন না। তিনি আমার কাছ থেকে চাঁদা দাবি করে। সৌরভ সুপার মার্কেট আমার নিজের ক্রয়কৃত সম্পত্তি। আমি দীর্ঘ দিন যাবৎ প্রবাসে ছিলাম। বিগত ৩৫ বছর আগে জাজিরা পুরাতন বাজার জমি ক্রয় করে সৌরভ সুপার মার্কেট তৈরী করা হয়। বিগত ৪ বছর যাবৎ জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের মৃত মঙ্গল বেপারীর ছেলে দোলোয়ার বেপারি আমার থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। আমি দিতে রাজি না হলে আমাকে বিভিন্ন প্রকার হমকি দেয়। কোন মতেই সমাধান করা যাচ্ছে না। এক পর্যায় তিনি আমাকে জীবন নাশের হমকি দিয়ে বলে, “এই নিয়ে যদি বেশি বারাবারি করস তাহলে তোরে মেরে একে বারে মাটির নিচে পুইতা ফেলমু” এবং আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার কাছে দোকান, জমি ও টাকা দাবি করে। এছাড়াও বিভিন্ন ভাবে আমাকে অপমান করে। বিগত সরকার থাকাকালীন আওমীলীগ এর ক্ষমতার বলে এলাকায় জমি দখল, চাঁদা বাজি, দাঙ্গাবাজী করেছে সে। এখনও নানান ক্ষমতা দেখিয়ে একই কাজ করে চলছে। এলাকার কাউকেই সে মানে না। তার নামে জমি দখল, চাঁদা বাজি, দাঙ্গাবাজী সহ বিভিন্ন অভিযোগে একধিক মামলা রয়েছে জাজিরা থানায়। তার নামে মামলা থাকা সত্যেও সে তার কিশোর গ্যাং দিয়ে আমাকে নানন ধরনের হুমকি দেয়। আমি মার্কেটের সামনে আসতে পরি না। যে কোন সময় আমাকে মেরে ফেলতে পারে। তাই আমি নিরুপায় হয়ে সঠিক বিচার পাওয়ার আশায়
শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জাজিরা থানার ওসির বরাবর অভিযোগ করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার বেপারি বলেন, এঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই, উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।