মাগুরা জেলার শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে মনোনীত হয়েছেন মহম্মদপুর থানার সাবেক ও বর্তমানে মাগুরা সদর থানায় কর্মরত এসআই মোঃ হাফিজুর রহমান।
গত জুন ২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নে তাঁকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়। অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মামলা তদন্ত নিষ্পত্তিসহ সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ স্বীকৃতি পান তিনি।
মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ এসআই হিসেবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মীনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিরাজুল ইসলাম এবং মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী।
এসআই হাফিজুর রহমান তাঁর এই অর্জনকে পুলিশ বিভাগের সকল সদস্যের সহযোগিতার ফসল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।