ঢাকা, ৩০ জুলাই ২০২৫ খ্রি.ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ নিশাত (২২) ও ২। মোহাম্মদ রাসেল (২৩)।
গত মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.১৫ ঘটিকায় শিয়া মসজিদ টু নবোদয় বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেলকে এবং রাত আনুমানিক ০৯.৪৫ ঘটিকায় নবোদয় কাঁচা বাজারের দক্ষিণ পাশে একটি বাসার সামনে থেকে নিশাতকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
ডিবি তেজগাঁও সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিশাতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে দুইটি এবং গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে দস্যুতা এবং ডিএমপি এ্যাক্ট সহ ০৩ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।