শরীয়তপুরে নিজ সম্পত্তির থেকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার। সোমবার (২৮ জুলাই) দুপুরে শরীয়তপুর সার্কিট হাউসের সামনের বালু মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীর অভিযোগ শরীয়তপুরের জেলা প্রশাসক তাদের স্থাপনা উচ্ছেদ করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নার্গিস আক্তার বলেন, ধানুকা মৌজার ১২১৬ নং খতিয়ানের ১০০৭ নং দাগের ২৩ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক নার্গিস আক্তার। সম্প্রতি সেই জমিতে বালু ভরাট করে স্থাপনা তৈরি করছিলেন নার্গিস। সরকারি জমি না হওয়া সত্বেও কোন প্রকার নোটিশ ছাড়াই হঠাৎ করে শনিবার জেলা প্রশাসকের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জমির মালিককে এক ঘন্টার মধ্যে জমির বালু ও স্থাপনা (খুঁটি) সরিয়ে ফেলতে বলেন। পরে স্থাপনা (খুঁটি) সরিয়ে নেন শরীয়তপুর পৌরসভা কতৃপক্ষ। জেলা প্রশাসকের কাছে এর সমাধানের দাবি ভুক্তভোগী পরিবারের।
এ ব্যাপারে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেন, এ বিষয়ে কোন কিছু জানি না। জেনে বলতে হবে।